সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Monday, April 20, 2020

ভোলায় আলেমদের পাশে দাড়ালেন কুয়েতীী জাকির

করোনা ভাইরাসের এই মহা দূর্যোগের সময় ভোলা জেলার ইমাম মুয়াজ্জিন এর পাশে দাড়ালেন, আলেম উলামাদের প্রিয় মানুষ বোরহান উদ্দিন কুয়েত কমপ্লেক্স এর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মোঃ জাকির হোসেন। তার এই মহানুভবতায় সকলকে যেন মুগ্ধ করে দিলেন।সব সময় তিনি আলেম-উলামার পাশে থাকেন তিনি দিনি প্রতিষ্ঠানের জন্য সব সময় তার  সহযোগিতা বৃদ্ধমান থাকে  শুধু তাইনয় তার নিরলস প্রচেষ্টায় শুধু ভোলা জেলাসহ সারা বাংলাদেশেঅসংখ্য মসজিদ এবং মাদ্রাসা এবং অসংখ্য এতিম ছাত্রদের পড়ালেখার সুব্যবস্থা করে থাকেন আরো আছে অসংখ্য স্কুল কলেজ।
ভোলা জেলার  প্রায় ৭ থেকে ৮ হাজার ইমাম মুয়াজ্জিনকে সহযোগিতা প্রদান করেছেন। ২৫চাউল আলুও ডালসহ

ভোলা সদরের ইমাম মুয়াজ্জিন এর এই ত্রাণগুলি সকলের কাছে সুন্দরভাবে পৌছিয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক ওমিয়া পরিবারের সুযোগ্য সন্তানএবং ভোলা জৈনপুরী খানকার প্রধান পরিচালক জনাব মুহাঃ জাহিদুল হক শুভ।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited