হারজিত চিরদিন থাকবে। তবে করোনা-উত্তর পৃথিবীর হিসাবটা হবে আলাদা। চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ইতালির মানুষ। তারা আমাদের ভাবতে শিখিয়েছে, ‘সবকিছু একদিন ঠিক হয়ে যাবে’। কিন্তু সত্যিই কি পরে সবকিছু ঠিকঠাক হবে? ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর বর্ণনায়, ‘অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের’ মধ্যে আছে পুরো বিশ্ব। দূরবর্তী শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক পরিণতি বিবেচনা করলে এখনই এ প্রশ্নের উত্তর অপরিণত বলেই মনে হবে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে।
গার্ডিয়ানের বিশ্লেষণধর্মী এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বনেতা, কূটনীতিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষকেরা জানেন যে তাঁরা নবযুগ সৃষ্টিকারী একটি সময়ে জীবন যাপন করছেন। প্রতিদিনের লড়াইয়ের দিকে তাঁদের এক চোখ রাখতে হচ্ছে আর আরেক চোখ রাখতে হচ্ছে বিশ্ব সংকট মোকাবিলায় দায়িত্বের দিকে। কিন্তু বিশ্বজনমতের আদালতে প্রতিদ্বন্দ্বী মতাদর্শ, শক্তিশালী জোট, নেতা এবং সামাজিক সংহতির ব্যবস্থাকে চাপের পরীক্ষা দিতে হচ্ছে। ইতিমধ্যে বৈশ্বিক এ গ্রামের প্রত্যেকে নিজস্ব পাঠ নিতে শুরু করেছে। ফ্রান্সে মাখোঁ যেমন পূর্বাভাস দিয়েছেন, ‘এ সময়টা আমাদের অনেক কিছু শেখাবে। অনেক দৃঢ় বিশ্বাসে চিড় ধরবে এবং প্রত্যয় নড়বড়ে হয়ে যাবে। অসম্ভব বলে মনে করা অনেক জিনিস ঘটবে। পরদিন আমরা যখন জিতব, আগের দিনটি আর ফিরে আসবে না, আমরা নৈতিকভাবে আরও শক্তিশালী হব। আমরা পরিণতিগুলো ঠিকঠাক ধরতে পারব।’ তিনি স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ দিয়ে শুরু করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
জার্মানিতে সাবেক সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সিগমার গ্যাব্রিয়েলের কণ্ঠে আশঙ্কার বার্তা। তিনি অনুমান করেছেন, পরবর্তী প্রজন্ম বিশ্বায়নের বিষয়ে সোজাসাপটা হবে। ইতালিতে সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেঞ্জি ভবিষ্যতের জন্য কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। হংকংয়ে এক গ্রাফিতিতে লেখা হয়েছে, ‘স্বাভাবিক অবস্থায় আর ফিরে আসতে পারে না, কারণ প্রথমে স্বাভাবিকে সমস্যা ছিল।’ মার্কিন সাবেক পররাষ্ট্রসচিব হেনরি কিসিঞ্জার বলেছেন, করোনাভাইরাস–পরবর্তী ব্যবস্থার উপযোগী করে তুলতে শাসকদের এখনই প্রস্তুত হতে হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে সম্পর্ক কখনোই ততটা অকার্যকর হয়নি। কোভিড-১৯ নাটকীয়ভাবে দেখিয়ে দিচ্ছে, হয় আমরা একত্র হব অথবা আমরা হেরে যাব।’
Sunday, April 19, 2020
Like Us on Facebook
Subscribe us on YouTube
Categories
- আন্তর্জাতিক (1)
Popular Posts
-
করোনার ওষুধ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে ভারতের বিখ্যাত যোগগুরু ও পতঞ্জলি আয়ুর্বেদের প্রধান বাবা রামদেবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা ...
-
গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। সেখানে উপস্থিত থাকা কর্মকর্তাদের সাথে কথা ...
0 comments:
Post a Comment