কিছু দিন থেকে দেখছি ভোলায় নতুন সমাজসেবকের আবির্ভাব ঘটেছে। যারা রাস্তা বন্ধ করে দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করতে চাচ্ছেন এবং রাস্তা বন্ধ করে দিয়ে নিজেকে সমাজ সেবক ভাবছেন আমি তাদের উদ্দেশ্য বলছি।
আপনার এলাকায় কোন বাড়িতে আগুন লাগলে সময় মত ফায়ার সার্ভিস প্রবেশ করতে পারবে তো??
#কোন গর্ভবতী বোন কে জরুরি ভাবে হাসপাতালে নিতে পারবেন তো
গভীর রাতে কোন রোগী কে হাসপাতালে নিতে হবে, তখন নিতে পারবেন তো
আরে নতুন সমাজসেবক গন লকডাউন মানে রাস্তা বন্ধ করতে হবে এটা পাইলেন কই??বাশ দিয়ে রাস্তা বন্ধ করে ফেসবুকে ছবি দিয়ে নিজেকে সমাজ সেবক ভাবলে, আপনি ভুল করছেন। আপনার কর্মকান্ডে অনেক মূল্যবান জীবন চলে যেতে পারে।
রাস্তা বন্ধ না করে আরও অনেক ভাবে লকডাউন পালন করা যায়লঘরে থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকে বাঁচান দেশকে বাঁচান
মানবতার ফেরিওয়,জনাব আলহাজ্ব মেয়র মনিরুজ্জামান মনির ভোলা পৌরসভা
0 comments:
Post a Comment