অভাবের তাড়নায় ঢাকার ধামরাই উপজেলায় দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
লাইজু ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকার সোহলের স্ত্রী। সোহেল পোশাক কারখানায় চাকরি করতেন।
স্থানীয়রা জানান, স্বামী সোহেলের চাকরি চলে যাওয়ায় সংসারে অভাব-অনটন চলছিল। এ নিয়ে লাইজুর চা বিক্রেতা শ্বশুর তাদের বাড়ি থেকে বের করে দিতে চাইলে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে লাইজু দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার করেন। এ সময় স্থানীয়রা তাদের আগুনের হাত থেকে রক্ষা করেন।
আহত লাইজু আক্তার বলেন, স্বামী সোহেল বর্তমানে বেকার। এ অবস্থায় বাড়ি থেকে শ্বশুর বের করে দিতে চাইছেন। আমার দুটি সন্তান রয়েছে। ছোট ছেলের বয়স ১০ মাস, বড় ছেলের ৬ বছর। এদের নিয়ে কোথায় যাব। সন্তানদের নিয়ে না খেয়ে দিন পার করছিলাম।
গাংগুটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের মোল্লা বলেন, করোনাভাইরাস আতঙ্কের মাঝে হতদরিদ্রদের আমরা ত্রাণ বিতরণ করছি। যদি কেউ ত্রাণ না পেয়ে থাকে, তারা আমাদের জানালে তাদের বাড়িতে ত্রাণ চলে যায়। কিন্তু এ সময় কেউ যদি পারিবারিক কলহের কারণে আত্মহত্যার চেষ্টা করেন, তা হলে এ দায় তো আমাদের না।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা বলেন, এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ পাইনি।
Tuesday, April 14, 2020
Like Us on Facebook
Subscribe us on YouTube
Categories
- আন্তর্জাতিক (1)
Popular Posts
-
ব্রেকিং নিউজ ৫ মে পর্যন্ত বাড়ল সাধারণ ছুটিকরোনায় আরও ১০ জনের মৃত্যু, মোট মৃত্যু ১২০, নতুন আক্রান্ত ৩৯০ জন 'কোভিড-১৯' সর্বশেষ আপ...
-
ভিক্ষা করে সংসার চালানো ৮০ বছরের এক বৃদ্ধ করোনা তহবিলে দান করলেন নিজের জমানো ১০ হাজার টাকা। এ মহৎ হৃদয়ের মানুষের নাম মো. নজিমুদ্দিন। তার...
-
করোনাভাইরাসের কারণে উদ্ভূত আশঙ্কাজনক পরিস্থিতির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ তথা মসজিদে হারাম এবং মসজিদে নববীতে আসন্ন রমজানে এ বছর ১০...


0 comments:
Post a Comment