সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Wednesday, April 15, 2020

সাগরে ২ মাস ভাসমান থাকার পর ৪ শতাধিক রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের হলবনিয়া পাড়া ঘাট থেকে চার শতাধিক রোহিঙ্গাকে গতকাল বুধবার রাতে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।

উদ্ধার হওয়া প্রত্যেকেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন। পরে মালয়েশিয়া যেতে না পেরে ওই এলাকার জাহাজ ঘাটে ভিড়ে। খবর পেয়ে কোস্টগার্ড তাদের উদ্ধার করে।বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

টেকনাফ স্টেশন কোস্ট গার্ডের কর্মকর্তা লে.কমান্ডার এম সোহেল রানা বলেন, রোহিঙ্গা ভর্তি একটি বড় জাহাজ টেকনাফ জাহাজপুরা ঘাট দিয়ে ওঠার সময় বুধবার রাত ৯টার দিকে চার শতাধিকের মত রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা বেশ কিছু দিন আগে সাগর পথে মালয়েশিয়া যাত্রা করেছিল। কিন্তু সেখানে ভিড়তে না পেরে আবার চলে আসে। তবে সংখ্যাটা কম বেশি হতে পারে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসাম বলেন, চার শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফেরত আসে। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু ছিল।

উদ্ধার হওয়া মো. জোবাইর নামে এক রোহিঙ্গা বলেন, ‘দুই মাস আগে ৪৮২ জন রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার সাগর পথে মালয়েশিয়া রওনা করে। কিন্তু সেদেশে কড়াকড়ির কারণে ঢুকতে না পেরে এখানে ফিরে আসি। সাগরে এতদিন ভাসমান ছিলাম। ট্রলারে ২৮ জন মারা গেছে। এদের অধিকাংশ টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।’
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited