রাজধানীর শেরে বাংলানগর থানাধীন সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও ২১ সেনা সদস্য আহত হয়েছেন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে জানিয়ে এসব তথ্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
এক বিবৃতিতে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক সাভার সেনানিবাস হতে জাজিরার দিকে যাচ্ছিল। পথে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এলে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে সেনাবাহিনীর ট্রাকটি। এতে ঘটনাস্থলেই সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য মারা যান। বাকি ২১ জন সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
শেরে বাংলানগর থানার ওসি জানে আলম মুনশি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সেনাবাহিনীর গাড়িটি সড়কদ্বীপে উঠে গেছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সেসব কিছু আমাদের জানানো হয়নি আমাদের।
তিনি বলেন, সেনাবাহিনীর রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয় এবং আহতদের সিএমএইচে নেয়া হয়।
Thursday, April 16, 2020
Like Us on Facebook
Subscribe us on YouTube
Categories
- আন্তর্জাতিক (1)
Popular Posts
-
করোনার ওষুধ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে ভারতের বিখ্যাত যোগগুরু ও পতঞ্জলি আয়ুর্বেদের প্রধান বাবা রামদেবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা ...
-
গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। সেখানে উপস্থিত থাকা কর্মকর্তাদের সাথে কথা ...
0 comments:
Post a Comment