সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Wednesday, September 18, 2019

লাইবেরিয়ায় মাদ্রাসায় আগুন, ২৮ শিশুর মৃত্যু

লাইবেরিয়ার একটি মাদ্রাসায় আগুন লেগে অন্তত ২৮ শিশুর প্রাণহানি ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে রাজধানী মোনরোভিয়ার নিকটবর্তী পেইন্সভেল সিটি সংলগ্ন ওই মাদ্রাসাটিতে আগুন লাগে বলে জানিয়েছেন দেশটির পুলিশের একজন মুখপাত্র। 
মসজিদ সংলগ্ন মাদ্রাসাটিতে পড়ুয়া শিশু শিক্ষার্থীরা গভীর রাতে যখন ঘুমিয়ে ছিল, তখনই এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন পুলিশ মুখপাত্র মোজেস কার্টার। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। 
প্রথমে ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন কার্টার। কিন্তু পরে সংশোধন করে ২৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন। দগ্ধ আরও দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 
এদিকে এক টুইট বার্তায় পশ্চিম আফ্রিকান দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়া বলেন, 'গত রাতে পেইন্সভেল সিটিতে যে শিশুরা মারা গেছে তাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি। ওই পরিবারগুলো ও পুরো লাইবেরিয়ার জন্য এটি একটি কঠিন সময়। 
জানা গেছে, লাইবেরিয়ার বড় শহরগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত বৈদ্যুতিক সংযোগের ত্রুটিজনিত কারণেই সূত্রপাত ঘটা এসব অগ্নিকাণ্ডে ভবন ধসে পড়ার মতো ঘটনাও ঘটেছে। তবে এতো সংখ্যক মৃত্যুর ঘটনা এর আগে কখনই ঘটেনি। সূত্র- রয়টার্স। 
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited