সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Wednesday, September 18, 2019

পশ্চিমবঙ্গের বিতর্কিত নাম নিয়ে মোদির সঙ্গে মমতার আলোচনা

পশ্চিমবঙ্গের বিতর্কিত ‘বাংলা’ নাম নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার মোদির সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করেন তিনি। পরে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসক জানান, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেছেন মমতা। তিনি ইতিবাচক উত্তর পেয়েছেন।

এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়টি নিয়ে কিছু করবেন তিনি। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার নয়াদিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর, প্রধানমন্ত্রীর সঙ্গে এটি তার প্রথম বৈঠক।

মুখ্যমন্ত্রী জানান, দুর্গাপূজার পর, রাজ্যে এসে একটি বৈঠক করার জন্যও প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলার অর্থনৈতিক উন্নতি নিয়ে আমরা কথা বলেছি। বাংলার জিডিপি ১২.৮ শতাংশ...দেশের মধ্যে যা প্রথম। আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এটি তার ‘রুটিন’ বৈঠক। এ ছাড়া রাজ্যের জন্য কেন্দ্রের কাছে বকেয়া টাকা দাবি করবেন তিনি।

দীর্ঘদিন ধরেই রাজ্যের নাম বদলের বিষয়টি পড়ে আছে, ওই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা রাজ্যের নাম বদল করে বাংলা রাখতে চাই, সেটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। সংসদের বাজেট অধিবেশনে রাজ্যের নাম বদলের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল, যদিও কেন্দ্রের পক্ষ থেকে সম্মতি দেয়া হয়নি।

বিজেপির অভিযোগ, কলকাতার সাবেক পুলিশ কমিশনার রাজীব কুমারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বৈঠক শেষ চেষ্টা’, সারদাকাণ্ডে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই

Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited