সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Tuesday, May 12, 2020

ফুল দিয়ে রোগীকে শুভেচ্ছা নয় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার

রোগীকে শুভেচ্ছা জানালেন ফুল দিয়ে,আর যে আল্লাহ করোনা থেকে মুক্তি দিল তার জন্য কি করলেন?

আসলে আমাদের দেশে একটা রেওয়াজ হয়েগেছে মানুষের যে
নদী থেকে বাছার কারনে মাঝিকে ধন্যবাদ জানা।
রোগ থেকে মুক্তি পেয়েছি এজন্য ডাক্তার কে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন মুসিবতের সময় কোন মেম্বার চেয়ারম্যান এমপি-মন্ত্রীরা যদি উপকার করে তাহলে তাকে ধন্যবাদ জানাই আসলে এইটা আমাদের কাছে কতটুকু ব্যক্তিগত ধন্যবাদ তাদেরকে জানাতে হবে

ঠিক আছে কিন্তু যে আল্লাহ আমাকে তাদের মাধ্যমে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন সে আল্লাহর জন্য আমরা একবারও শুকরিয়া আদায় করছি কি একবারও দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতে পারছি কি।

আমার জন্য কোনটা দরকার ছিল  আল্লাহতালা আমাকে রোগ থেকে  মুক্তি দিয়েছেন মুসিবত থেকে মুক্তি দিয়েছেন এসব কিছু কিন্তু আল্লাহ তালাকে করেন যে কোন মাধ্যম দিয়ে
সর্বশক্তিমান আল্লাহ মানুষের ক্ষমতা দান করেন মানুষকে সবকিছু করেন যেন মানুষের ঈমানকে তরুতাজা হয় মানুষের ঈমান মজবুত হয় মানুষ যেন ভুল থেকে ফিরে তার ঈমানকে শক্তিশালী করে

আল্লাহ তায়ালার প্রতি আরও শুকরিয়া আদায় করে কিছু মাধ্যম দিয়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতে হয়। যেমন নামাজ পড়ে শুকরিয়া আদায় করে তাজবীর মাধ্যমে শুকরিয়া আদায় করে
এগুলো করার দ্বারা আল্লাহতালার সন্তুষ্ট হয়
বান্দা আরো কাছে হয় কিন্তু আমরা এগুলো না করে শুধু শুধু মানুষের জন্য পাগল হয়ে যাই
 আসলে মানুষের কি কোন শক্তি আছে আমাকে রোগ থেকে মুক্তি দেওয়া। আজকে যে আমরা করোনাতে যারা আক্রান্ত হয়েছে অনেক সুস্থ হয়েছেন এগুলা সব কিছুই আল্লাহ করেন সুস্থ করতেছেন আল্লাহ এবং রোগ দিয়েছেন  আল্লাহ তাআলা ডাক্তারের মাধ্যমে দিয়েছেন এজন্য সুস্থ হতেপেরেছিআমরা

আল্লাহতালার শুকরিয়া আদায় করতে হবে
নামাজ পড়তে হবে এবং রোজা রাখতে হবে। তারপরে যাকাত দিতে হবে এই কাজগুলো করতে হবে
 আল্লাহ তালা রোগ থেকে মুক্তি দেওয়ার কারণে আমরা সুস্থ হতে পেরেছি। এ জন্য দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতে হবে এটা হলো আমাদের ঈমানী চেতনা ঈমানী দায়িত্ব এবং মুসলমানের দায়িত্ব কর্তব্য

 সাহাবা কেরাম সর্বপ্রথম মসজিদ নামাজ পড়ে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন শুধু তাই নয় যখন রোগ আসে তখন তারা দুনিয়ার কোন মানুষের কাছে না গিয়ে তারা সর্বপ্রথম আল্লাহতালার কাছে রোগ থেকে মুক্তি চাইতেন আল্লাহ তাদেরকে মুক্তি দেন এবং তারা কি করতেন আল্লাহ শুকরিয়া আদায় করতেন আমরা সাহাবাদের জীবনী অনুসরণ করতে হবে
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited