বাংলাদেশের জন্য এটা তো কলঙ্কের বিষয় ছিল যে 95 শতাংশ মুসলমানের দেশে কোরআন ও হাদিসের জন্য মানুষ জীবন দেওয়া এটা ইতিহাসের পাতায় একটা বিরল ঘটনা।
যা ইতিহাস কখনো হয়তো দেখাতে পারেনি সেটা বাংলার মানুষ দেখিয়েছিল কোরআনের জন্য তারা জীবন দিয়ে ছিলো।
বাংলাদেশের আলেম ওলামাও ইসলামপ্রিয় তাওহীদি জনতা 5 মে 2013ইং সালে যখন শাপলা চত্বরে কুরআনে দাবিতে একত্রিত হয়েছিল তখন বাংলাদেশী কিছু নামধারী মুসলমান নামের কলঙ্ক যারা ছিল।
তারা সেই কোরআনের ময়দানকে রণাঙ্গনে পরিণত করেছিল তারা রাজনীতি করে না বলে কি তারা শাপলা চত্বরে যাবার অধিকার নেই তারা কি বাংলাদেশের নাগরিক ছিলোনা।
কোরআনের দাবিতে হাজার হাজার জনতা হাজার হাজার হাফেজ কুরআন যাদের বুকে কোরআন হাদিস ছিলো
তারা কোরআন ও হাদিসের পাখিগুলোকে পাখির মত গুলি করে মেরে ছিল এবং হাজার হাজার তৌহিদী জনতা সেখানে রক্ত হয়ে হাসপাতলে গিয়েছিলে।
ভাগ্যের কি পরিহাস হাসপাতালগুলুতে তাদের উপর নির্মম অত্যাচার করেছিল হাসপাতালে ভর্তি করতে দেয়নি তাদেরকে ইতিহাসের পাতায় রয়েগেলোএবং কোন মানুষ এটা কে ভুলতে পারবে না।
ঐ দিন সারা পৃথিবী তাকিয়ে ছিল যে বাংলাদেশের বুকে কি হচ্ছে এটা যেন আমাদের মুসলমানের দেশের জন্য এটা কলঙ্কের বিষয় ছিলো।
আজ অব্দি বাংলার তৌহিদী জনতা ৫ মে কে কলঙ্কের দিন হিসেবে স্মরণ করে সাথে সাথে শহীদদের স্মরণে আত্মার মাগফেরাত কামনা করে আকিব মিডিয়া
0 comments:
Post a Comment