সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Wednesday, April 15, 2020

মসজিদে নামাজের নিষেধাজ্ঞা মানতে নারাজ পাকিস্তানে ইমামরা

পাকিস্তানের বিখ্যাত আলেমরা বলছেন, তারা মসজিদে জুমার নামাজ পড়ার পক্ষে।

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় দেশটির অর্ধশতাধিক আলেম সরকারকে হুশিয়ারি দিয়েছেন।

পাকিস্তানের বেফাকুল মাদারিস আল-আরাবিয়া সংগঠনের শীর্ষ পর্যায়ের আলেমরা ইমরান খানের সরকারকে মঙ্গলবার ওই হুশিয়ারি দেন। খবর বিবিসির।

ইমামরা বলেছেন, মসজিদে নামাজ পড়ার ব্যাপারে কড়াকড়ি আরোপ করবেন না।

করোনাভাইরাস মোকাবেলার ব্যাপারে দেশটির সরকার সোশ্যাল ডিস্ট্যান্সিং পালনের নির্দেশ জারি করছে।

তা সত্ত্বেও রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদের বেফাকুল মাদারিসের আলেমরা সরকারকে মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকার নির্দেশনা জারি করতে নিষেধ করেছেন।

সংগঠনের শীর্ষ পর্যায়ের ৫৩ জন আলেম রাজধানী ইসলামাবাদের জামিয়া দারুল উলুম জাকারিয়ায় মঙ্গলবার বৈঠকে বসেন এবং সেখানে তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে শীর্ষ পর্যায়ের আলেমদের পাশাপাশি বিভিন্ন মাদরাসার শিক্ষক, ধর্মীয় সংগঠনের নেতা এবং রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পাকিস্তান সরকার করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে পবিত্র রমজান মাসেও মসজিদে নামাজ আদায়ের ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে। এ খবর জানাজানি হওয়ার পরই পাকিস্তানের আলেমদের পক্ষ থেকে এই হুশিয়ারি এল।

মসজিদে সর্বোচ্চ পাঁচজন নামাজ পড়ার নির্দেশনা ধর্মীয় নেতারা সেটা ভালোভাবে নেননি। এ নিয়ে কোথাও কোথায় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে।

পাকিস্তানে এ পর্যন্ত ছয় হাজারের কাছাকাছি শনাক্ত হয়েছে করোনাভাইরাসে। মারা গেছেন ১০৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে মারা গেছে ১১ জন।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited