ভারতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে - ফাইল ছবি/এনডিটিভি
ভারতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে - ফাইল ছবি/এনডিটিভি
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতের নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯০৯ জন। এতে ভারতজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩৫৬ জনে।
শনিবার করোনা পরিস্থিতি মোকাবিলায় কম পক্ষে ১৩ জন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চারঘণ্টা ধরে ভিডিও কনফারেন্সের একদিন পর করোনা পরিস্থিতির এই সর্বশেষ আপডেট পাওয়া গেল। রোববার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য দেওয়া হছে। খবর এনডিটিভির।
শনিবার ১৩ মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী মোদি দেশ জুড়ে লকডাউন আরো দু’সপ্তাহ বাড়ানোর কথা বলেন। টেলিভিশনে ভাষণে লকডাউন বাড়ানোর ঘোষণা দেবেন তিনি। ২৫ মার্চ ভারতে সর্বপ্রথম লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেটা এখনো চলছে।
রোববার বিশ্বব্যাংক হুঁশিয়ারি উচ্চারণ করেছে, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কোভিড-১৯ মারাত্মক আঘাত হানবে। এসব দেশে দারিদ্র্য বিমোচনে যে অগ্রগতি শুরু হয়েছিল, তাতে স্থবিরতা নেমে আসবে। প্রবৃদ্ধিও হ্রাস পাবে উল্লেখযোগ্য হারে, যা গত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে আসতে পারে।
সরকার থেকে বলা হয়েছে নতুন করে লকডাউন দেয়া না হলে মহামারির দ্রুত বিস্তার ঘটবে, যা আগামী ১৫ এপ্রিলের মধ্যে আট লাখ ছাড়িয়ে যেতে পারে।
0 comments:
Post a Comment