সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Friday, April 17, 2020

জুবায়ের আহমদ আনছারী আর নেই

আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব হুজুর আমাদের মাঝে আর নেইইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন,

আল্লাহ তাআলা হযরতের কবরখানা জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিক আমীন!
তাফসীর জগতের সম্রাট মিষ্টভাষী ওয়ায়েজ ব্রাহ্মণবাড়িয়ার গৌরব আমাদের অহংকার!

আজ শুক্রবার বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন!মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির এবং বেড়তলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তিনি। এ ছাড়া তিনি একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন।

তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন বীর সেনানী ও আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব। এ ছাড়া ইসলামী আলোচক হিসেবে খ্যাতি রয়েছে তার বিশ্বজুড়ে।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited