সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Saturday, April 11, 2020

করোনার সুযোগে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সুযোগকে কাজে লাগিয়ে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ করেছে। খবর দ্য সান ও ইয়াহু নিউজের।
এতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে আমেরিকা কী কী পরিকল্পনা গ্রহণ করছে, তা জানার জন্য রাশিয়া গুপ্তচরবৃত্তি চালাচ্ছে। চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করার পর গত জানুয়ারি মাস থেকে রাশিয়া ব্যাপকভাবে মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করতে শুরু করেছে।
রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগের পক্ষে ওয়াশিংটনের হাতে কোনো প্রমাণ আছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় কোনো জবাব দিতে অপারগতা প্রকাশ করে।
মার্কিন সরকার এর আগে আমেরিকার দেশটির নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে। কিন্তু মস্কো বরাবরই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited