সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Monday, April 13, 2020

করোনার নতুন শিকার রাশিয়া, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

রাশিয়ায় সেভাবে বিস্তার ঘটাতে পারেনি করোনাভাইরাস।

তবে এবার বৈশ্বিক মহামারীটির নতুন শিকারে পরিণত হতে যাচ্ছে রাশিয়া। হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশটিতে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৫৮ জন। যা এখন পর্যন্ত একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড সেখানে। গত শনিবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ১৮৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৩২৮ জন।

দ্রুত গতিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা সে তুলনায় কম। রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস রেসপন্স সেন্টার জানিয়েছে, এ পর্যন্ত সেখানে মারা গেছেন ১৪৮ জন। এর মধ্যে রোববার মারা গেছেন ১৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৭০ জন।

এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ ঠেকাতে চলাচল নিয়ন্ত্রণে ‘ডিজিটাল পারমিট সিস্টেম’ চালু করছে মস্কো কর্তৃপক্ষ। ঘর থেকে বের হয়ে গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে চলাচল করতে চাইলে অনলাইনে আগেই অনুমতি নিতে হয় বাসিন্দাদের।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited