সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Saturday, April 18, 2020

আমেরিকা তিব্র আন্দোলন। লকডাউনের বিরুদ্ধে

করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন চালু করা নিয়ে শুরুতেই গড়িমসি করতে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সম্প্রতি লকডাউনের বিরোধিতায় রাস্তায় নামলেন দেশটির জনগণ। যদিও কম ক্ষতিগ্রস্ত এলাকায় ১ মের আগেই লকডাউন তোলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
এদিকে, ওয়াশিংটন ডিসির বাড়ি থেকে নিউ জার্সির গলফ রিসর্টে ছুটি কাটাতে গিয়েছেন ট্রাম্প-কন্যা ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের দাবি, সতর্কতা মেনেই সফরে গিয়েছেন ইভাঙ্কারা।
লকডাউন-বিরোধী আন্দোলনের জেরে মিশিগান, ওহাইয়ো, কেন্টাকি, মিনেসোটা সর্বত্র ছবিটা বিপজ্জনক বলছেন প্রদেশেরই গভর্নরেরা। পেটে টান পড়েছে বলেই তারা রাস্তায় নেমেছেন বলে দাবি একাংশের।
বুধবার মিশিগানের রাস্তায় কয়েক মাইল জুড়ে দেখা গিয়েছিল গাড়ির লাইন। গাড়ি থেকে না-বেরিয়ে এ ভাবেই ‘অপারেশন গ্রিড-লক’-এ নেমেছেন এই প্রদেশের একাংশ। তাদেরই এক জন বললেন, ‘‘যা দেখছি, তাতে এখানে আমরা যারাই এসেছি, সবাই আক্রান্ত হব। কিন্তু লকডাউন না-উঠলে তো এমনিতেই মরতে হবে মনে হচ্ছে।’’
মিনেসোটায় ৩ মে পর্যন্ত লকডাউন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে সরব কেন্টাকির একাংশ বিক্ষোভের ঘটনায় সরাসরি মুখ খোলেননি ট্রাম্প।
করোনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭ লাখ ১০।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited