সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Friday, January 17, 2020

সিরিয়ার ইদলিবে তুমুল যুদ্ধ নিহত ৩৯জন

সিরিয়ার ইদলিব প্রদেশে সরকারপন্থী এবং বিদ্রোহী বাহিনীর মধ্যে আবারও তুমুল যুদ্ধে কমপক্ষে ৩৯ জন যোদ্ধা নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) যুদ্ধ মনিটর এ তথ্য জানিয়েছে।
সিরিয়ান মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সরকার এবং মিত্রবাহিনী মারেট আল-নুমানকে তাদের লক্ষ্যবস্তু বানিয়েছিলো।
ব্রিটেন ভিত্তিক যুদ্ধ মনিটরের মতে সিরিয়ার সরকারের সর্বশেষ সামরিক আক্রমণের মূল লক্ষ্য ম্যারেট আল-নুমানের দক্ষিণে বুধবার গভীর রাতে এই যুদ্ধ শুরু হয়েছিল। এতে কমপক্ষে ২২ জন সরকারবিরোধী যোদ্ধা নিহত হয়েছেন যাদের বেশিরভাগ হায়াত তাহরির আল-শামের সদস্য।
তাছাড়া এ যুদ্ধে ১৭ জন সরকারী সেনা ও মিত্র মারা গিয়েছে বলে অবজারভেটরির প্রধান রামি আবদুর রহমান জানিয়েছেন।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited