সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Sunday, January 12, 2020

কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে সেই বয়াতী আব্দুল হালিম গ্রেপ্তার

অবশেষে গ্রেফতার হয়েছেন ইসলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের ঈমাম ও ইসলামের নানা বিষয় কটূক্তিকারী সেই বয়াতি শরিয়ত সরকার (৩৫)।
শনিবার (১১ জানুয়ারি) ভোর ৪ টার দিকে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন বাশিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, উপজেলার জামুর্কী ইউনিয়নের আগ ধল্যা গ্রামের পবন মিয়ার ছেলে বয়াতী শরিয়ত সরকার গত ২৪ ডিসেম্বর ঢাকা জেলার ধামরাই থানাধীন রোহাট্রেক এলাকায় পালা গানের একটি অনুষ্ঠানে ইসলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদের ঈমাম ও ইসলামের নানা বিষয়ে কটূক্তি করেন।
সেখানে তিনি দাবি করেন, গান বাজনা হারাম কোরআনে কোথাও এই কথা বলা হয় নাই। কেউ যদি হারাম প্রমাণ দিতে পারে তবে সে ৫০ লক্ষ টাকা দিবে বলে চ্যালেঞ্জ করেন।
এই বয়াতি আরো বলেন, যারা নামাজ পড়ে সেজদা দিয়া কপালে কালো দাগ করে, তাদের কপাল থেকে ১১৩ টি কিরা বের হয়।
এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান না শোনে ঘুমাতেন না উল্লেখ করে আরও বিভিন্ন আপত্তিকর বক্তব্য রাখেন। যা পরবর্তীতে ইউটিউবের কল্যাণে ভাইরাল হয়ে গেলে তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে ফুঁসে উঠে স্থানীয় মুসলিম জনতা। মানববন্ধন, সমাবেশও অনুষ্ঠিত হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, বয়াতি শরিয়ত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেফতারের পর ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited