আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, এটাকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে না পারে, কেউ যেন সুযোগ নিতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এদিকে, হিউম্যান রাইটস ডিপেন্ডার ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, বিষয়টি পুলিশকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
তিনি বলেন, জমায়েত হওয়ার অনুমতি যদি পুলিশ না দিত তাহলে এ অপ্রীতিকর ঘটনা ঘটতো না। বাংলাদেশে অন্যরকম ঘটনা না ঘটে তারজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে দেখতে হবে।
রোববার (২০ অক্টোবর) ভোলায় সময় টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা।
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শনিবার (১৯ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ এক যুবককে আটক করে।
আজ এ ঘটনার জের ধরে সকাল ১০টার দিকে এলাকাবাসী বোরহানউদ্দিন থানা ঘেরাও করেন। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় এলাকাবাসী।
পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে ৪ জন গুলিতে নিহত হয়েছেন। তারা হলেন- মাহফুজুর রহমান পাটোয়ারী (২৩), মিজান (৩০), মাহবুর রহমান (৩০) ও শাহিন (২৫)। তারা একই এলাকার। নিহত মাহফুজ বোরহানউদ্দিন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মিরাজ পাটোয়ারীর ভাই। এরইমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে ৪ প্লাটুন বিজিবি সদস্য।
সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
0 comments:
Post a Comment