সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Wednesday, September 4, 2019

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি খুন

মালয়েশিয়ার পেটালিং জায়ায় বিড়াল নিয়ে ঝগড়ায় ইন্দোনেশিয় নাগরিকের ছুরিকাঘাতে প্রাণ গেল এক বাংলাদেশির । ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বুধবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাতে বিড়ালের পানপাত্রে থাকা পানি ছুড়ে মারাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খুন হওয়া বাংলাদেশির নাম মো. আতাস আলী।

পেটালিং জায়ার পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ জানি চে দিন জানিয়েছেন, নিহত আতাস আলির ১২টি পোষা বিড়াল ছিল

বুধবার রাতে বিড়ালগুলোকে খাবার দেওয়ার সময় ভুল করে পানপাত্রের পানি এক ইন্দোনেশিয় নাগরিকের গায়ে গিয়ে পড়ে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ঐ ইন্দোনেশিয়ান ছুরি দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন আতাস।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, হামলাকারী হারিদিয়ান্তো ও তার মা ঐ ভবনেই থাকতেন। ঘটনার পরপর তারা দু’জনই পালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত আতাস আলির বিস্তারিত পরিচয় জানা যায়নি।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited