উপজেলা নির্বাহি অফিসার হাবিবুল হাসান রুমির কাছে স্মারকলিপী দেন,বাস চাপায় স্কুল ছাত্র শরিফ হত্যারপ্রতিবাদে আন্দোলনকারী শিক্ষার্থীরা৷
লালমােহনচৌরাস্তায় ট্রাফিক পুলিশ দেওয়ার ব্যবস্থা, নিহতশরিফের ক্ষতিপূরণ দেওয়াসহ ৮ দফা দাবী উত্থাপনকরে তারা!
এসময় ইউএনও যথাযথ ব্যবস্থা নেওয়ার
প্রতিশ্রুতি দিলে বেলা পােনে ১টায় অবরােধ প্রত্যাহার
করে শিক্ষার্থীরা।
এসময় ওসি মীর খাইরুল কবীর, ভাইস চেয়ারম্যান
আবুল হাসান রিমন, সাবেক ভাইস চেয়ারম্যান
আনােয়ারুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের
সভাপতি জাকির বিশ্বাস উপস্থিত ছিলেন।
উল্লেখ আজ সকাল ৮ টায় লালমােহন হাই স্কুলের ৮ম।শ্রেণীর ছাত্র পৌরসভার গুচ্ছগ্রামের রিক্সাচালক আবুল কাশেমের ছেলে শরিফকে চরফ্যাশন থেকে ছেড়ে আসা দ্রুতগতির বাস গুলজার চাপা দেয়।
এতে ঘটনাস্থলেইশরিফ নিহত হয়। এ ঘটনায় সকাল থেকে হাইস্কুলসহ
বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরােধ করে
আন্দোলন করে।
0 comments:
Post a Comment