সত্য প্রকাশে নির্ভিক আমরা...

Sunday, September 15, 2019

ছাত্রলীগের ইমেজ সংকট দুর করার

ছাত্রলীগের ইমেজ সংকট দূর করতে কাজ করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।

আজ রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।

গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেয়া হয়।

তার পরিবর্তে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের প্রথম সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
Share:

0 comments:

Post a Comment

Copyright © AqibMedia | Powered by Blogger Developed by SoftClever Limited